বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় বার শিরোপা জয় করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এতে আনন্দে মাতোয়ারা গোটা বরিশালবাসী।
সেই আনন্দ বাড়িয়ে দিতে বরিশালে নিয়ে আসা হচ্ছে বিপিএল শিরোপা। তবে ঐতিহ্যের লঞ্চে নয়, আগামীকাল রবিবার বিমানে উড়ে শিরোপা আসবে বরিশালে। সাথে থাকবেন অধিনায়ক তামিম ইকবালসহ ফরচুন বরিশাল টিমের দেশী এবং বিদেশী খেলোয়াড়রা। শিরোপা নিয়ে শোডাউন হবে গোটা নগরীতে। পরে দর্শকদের উদ্দেশ্যে শিরোপা প্রদর্শন হবে ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে।
ফরচুন বরিশালের কর্নধার এবং ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ১০ম আসরে ফরচুন বরিশাল প্রথমবারের মত বিপিএল চ্যাম্পিয়ন শিরোপা জয় করে। কিন্তু ক্রিকেট প্রেমী দর্শনার্থীদের আগ্রহ থাকা সত্যেও আমরা শিরোপা নিয়ে বরিশালে যেতে পারিনি। তবে এবার আর সেই ভুলটি হবে না। আমরা শিরোপা নিয়ে বরিশালে যাচ্ছি। রবিবার বেলা ১২টায় চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে বিমানযোগে বরিশালের উদ্দেশে রওয়ানা হবো। সাথে থাকবেন টিমের অধিনায়ক তামিম ইকবালসহ ফরচুন বরিশালের খেলোয়াড়রা।
তিনি বলেন, আমরা বাবুগঞ্জের রহমতপুরে বরিশাল বিমানবন্দর অবতরণের পর সেখান থেকে একটি সাজোয়া গাড়িতে শিরোপা প্রদর্শন করে বরিশাল নগরীতে প্রবেশ করবো। নগরী প্রদর্শন শেষে দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক বেলস্ পার্কে বিপিএল শিরোপা দর্শকদের সামনে উন্মোচন এবং প্রদর্শন করা হবে। যেখানে একটি নয়, বিপিএলের দুটি শিরোপা রাখার চিন্তা রয়েছে। পাশাপাশি বেলস্ পার্কে দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য কনসার্ট।
এর আগে গতকাল শনিবার ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএল ১১তম আসরে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চিটাগাং কিংসকে ৩ উকেটে পরাজিত করে দ্বিতীয়বার শিরোপা জয়ের ধারা অব্যাহত রাখে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলা দেখার আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন। যেখানে হাজার হাজার ক্রিকেট-প্রেমী দর্শনার্থী একসঙ্গে খেলাটি উপভোগ করে। খেলা দেখার পাশাপাশি আয়োজন ছিল পিকনিক ও খিচুরি পার্টির।
এছাড়াও সদর রোড বিবির পুকুর পাড়,নতুন বাজার টেম্পু স্টান্ড, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া বিসিক, আলেকান্দা,রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ পাড়া মহল্লায় বড় পর্দায়, রাস্তার পাশে ইলেকট্রনিক পণ্যের শো-রুম এবং অন্যান্য দোকানের সামনে দাঁড়িয়ে ফাইনাল খেলা উপভোগ করেন ক্রিকেট প্রেমী দর্শনার্থীরা।
এ বিষয়ে বরিশালের প্রথম বিভাগের ক্রিকেটার নীরব হোসেন বলেন, ফরচুন বরিশালের বিজয়ের ধারাবাহিকতা এ অঞ্চলে ক্রিকেট অঙ্গনকে আরও উজ্জীবিত করবে। এ ম্যাচ বরিশাল অঞ্চলের ক্রিকেটারদের ভালো খেলার প্রতি উৎসাহ জাগাবে। ঐতিহ্যের এ বরিশালের ক্রীড়াঙ্গনে ফরচুন বরিশালের টানা দ্বিতীয় বিজয় উজ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিপিএল শিরোপা বিপিএল ফরচুন বরিশাল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh