ইংল্যান্ডকে বিদায় করে টিকে রইলো আফগানিস্তান

চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে ইংল্যান্ডের তখন ২৬ বলে প্রয়োজন ৩৯ রান। সেঞ্চুরিয়ান জো রুটের সঙ্গে ব্যাটিংয়ে থাকা জেমি ওভারটনের কারণে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি ছিল। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের শ্বাসরুদ্ধকর বোলিংয়ে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে রইল আফগানিস্তান।

ইনিংসের শেষ ওভারে ১৩ রান করতে হতো ইংল্যান্ডকে। ওমরজাইয়ের দারুণ বোলিংয়ে প্রথম চার বলে মাত্র চারটি সিঙ্গেল আসে। পঞ্চম বলে আদিল রশিদকে আউট করে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন ওমরজাই। ফলে ইংল্যান্ডকে বিদায় করে আফগানরা টুর্নামেন্টে টিকে থাকে। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই তারা সেমিফাইনালে উঠে যাবে।

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান বড় সংগ্রহ পায় ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ইনিংসে। ১৭৭ রানের ইনিংস খেলে তিনি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন। শেষ দিকে মোহাম্মদ নবির ৪০ রানের ইনিংসে ভর করে ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানিস্তান।

ইংল্যান্ডের হয়ে ১২০ রানের দারুণ ইনিংস খেলেন জো রুট। তবে তার বিদায়ের পর আফগান বোলারদের দাপটে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় ইংল্যান্ড। আফগানদের জয়ের নায়ক ওমরজাই একাই শিকার করেন ৫ উইকেট।

এই জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি করল আফগানিস্তান। তাদের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। স্মিথদের হারাতে পারলেই তারা ইতিহাস গড়বে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh