Logo
×

Follow Us

অপরাধ

গ্রেপ্তার এড়াতে ‘তাবলিগে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৬

গ্রেপ্তার এড়াতে ‘তাবলিগে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী

গ্রেপ্তার হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ যুদ্ধাপরাধী। ছবি: সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। যারা সাত বছর ধরে পলাতক জীবন কাটিয়ে আসছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর ও মুগদা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) র‌্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন- আব্দুল ওয়াহেদ মণ্ডল ও তার ভাই জাছিজার রহমান খোকা। তাদের বাড়ি গাইবান্ধায়। ওয়াহেদ মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

র‌্যাবের কর্মকর্তা বলেন, র‌্যাব-৩ এর একটি দল মুগদা থেকে ওয়াহেদকে এবং র‌্যাব-২ এর আরেকটি দল মোহাম্মদপুর থেকে খোকাকে গ্রেপ্তার করে। 

র‌্যাব বলছে, ২০১৬ সালে গাইবান্ধা ছেড়ে ঢাকায় চলে আসেন এই দুই জন। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ওয়াহেদ তাবলিগ জামাতের একটি দলে ভিড়ে নিয়মিত স্থান বদল করতেন। জাছিজার ঢাকাতে ঘন ঘন বাসা পাল্টাতেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে ওয়াহেদ মণ্ডল, জাছিজার রহমান, আব্দুল জব্বার, রঞ্জু মিয়া ও মোন্তাজ আলীর মৃত্যুদণ্ড ঘোষণা করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫