Logo
×

Follow Us

অপরাধ

নাদিমকে শিক্ষা দিতে হত্যার পরিকল্পনা করেন বাবু: র‌্যাব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ২১:৫৭

নাদিমকে শিক্ষা দিতে হত্যার পরিকল্পনা করেন বাবু: র‌্যাব

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ চারজনকে গ্রেপ্তারের পর শনিবার সংবাদ সম্মেলন করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত প্রতিহিংসা ও ক্ষোভ থেকে সাংবাদিক নাদিমকে উচিত শিক্ষা দিতে হত্যার পরিকল্পনা করে চেয়ারম্যান বাবু। হত্যার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী বিভিন্নস্থানে বাবুর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। এছাড়া ঘটনার পাশে থেকেই হত্যার নির্দেশনা দিয়েছেন বাবু।

আজ শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘কশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুর অপকর্ম নিয়ে কয়েকটি প্রতিবেদন করেন সাংবাদিক নাদিম। সেগুলো গণমাধ্যমে প্রকাশের পর ক্ষিপ্ত হন বাবু। এজন্য নাদিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন তিনি। মামলাটি ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল খারিজ করে দেন।

তিনি বলেন, মামলা খারিজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন নাদিম। এতে আরও ক্ষিপ্ত হয়ে নাদিমকে উচিৎ শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন বাবু। তার পরিকল্পনাতেই সন্ত্রাসীরা নাদিমকে হত্যা করে। এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি বাবুসহ চারজনকে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বগুড়ার দুপচাঁচিয়া থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন—মনিরুজ্জামান মনির ওরফে মনিরুল, জাকিরুল ইসলাম ও রেজাউল করিম।

যেভাবে হত্যাকাণ্ড

র‍্যাব জানায়, ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব শেষে এক সহকর্মীসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাদিম। বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় পৌঁছলে চলন্ত মোটরসাইকেল থেকে বাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কয়েকজন সন্ত্রাসী।

তিনি পড়ে যাওয়ার পর পেছন থেকে দৌড়ে এসে যোগ দেয় আরও কয়েকজন। তখন তারা নাদিমকে মারতে-মারতে টেনেহিঁচড়ে পাশের অন্ধকার গলিতে নিয়ে যায়। সেখানে নাদিমকে এলোপাতাড়ি আঘাত করা হয়। ওই সময় ঘটনাস্থলের পাশে থেকে নেতৃত্ব দেন বাবু।

একপর্যায়ে নাদিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ জুন নাদিমের মৃত্যু হয়।

র‍্যাব কর্মকর্তা আল মঈন জানান, এ ঘটনায় নাদিমের স্ত্রী বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাবও ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

গ্রেপ্তার এড়াতে বাবু পঞ্চগড়ের দেবীগঞ্জে তার দূর-সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে চলে যান। সেখান থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে আগেও জামালপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অপর তিনজন বাবুর সন্ত্রাসী গ্রুপের অন্যতম সহযোগী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫