Logo
×

Follow Us

অপরাধ

মুদ্রা পাচার মামলায় ৭ দিনের রিমান্ডে মিজান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ১৮:৫৭

মুদ্রা পাচার মামলায় ৭ দিনের রিমান্ডে মিজান

ডিএনসিসির কাউন্সিলর হাবিবুর রহমান মিজান। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর-লালমাটিয়া) কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

ঢাকা মহানগর হাকিম আদালতে আজ শনিবার তাকে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাজধানীর মোহাম্মদপুর থানার মুদ্রা পাচার আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

র‌্যাব-২ বাদী হয়ে আজ মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মুদ্রা পাচার মামলা করে। মামলা নম্বর ৩১।

র‌্যাব-২ এর সিইও লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, মিজানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গলে একটি অস্ত্র মামলা ও রাজধানীর মোহাম্মদপুরে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলা।

শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কাউন্সিলর মিজানকে আটক করে র‌্যাব। র‌্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫