Logo
×

Follow Us

অপরাধ

চোরকে দেখে ফেলায় গৃহবধূকে হত্যা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৫

চোরকে দেখে ফেলায় গৃহবধূকে হত্যা

চোরকে দেখে ফেলায় রাজধানীর সবুজবাগের নন্দীপাড়া এলাকায় জান্নাতুল ফেরদৌস (৩০) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে মুনির (৩০) নামের এক নির্মাণশ্রমিক।

পরে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধারসহ মুনিরকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ওসি মাহবুব আলম।

তিনি বলেন, নির্মাণাধীন ছয়তলা ভবনটিতে চারজন শ্রমিক কাজ করতেন। ভবনটির দুই ও তিনতলায় কাজ শেষ হয়েছে। সেখানে স্বামী ও ১৮ মাসের শিশুসন্তান নিয়ে থাকতেন জান্নাতুল। স্বামী বাসায় না থাকায় রাতে মুনির ওই বাসায় চুরি করতে প্রবেশ করেন। জান্নাতুল চোরকে দেখে ফেলায় কোরবানির ছুরি দিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়। পরে স্বামী এসে স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। 

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মুনিরকে আটক করা হয়। তিনি খুনের কথা স্বীকার করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫