Logo
×

Follow Us

অপরাধ

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই নারীকে হত্যা করা হয়েছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ১৯:৩০

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই নারীকে হত্যা করা হয়েছে

রাজধানীর ধানমণ্ডিতে দুই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের গলাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তকারী তিন সদস্যের বোর্ড আজ শনিবার এ কথা জনিয়েছেন।

বোর্ডের প্রধান ছিলেন ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সোহেল মাহমুদ। সঙ্গে ছিলেন প্রভাষক প্রদীপ বিশ্বাস ও কবির সোহেল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক কবির সোহেল জানান, ধারালো অস্ত্র দিয়ে তাদের গলায় আঘাত করা হয়। এতে শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হলে তারা মারা যান। এছাড়া হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানেও জখম রয়েছে।

বোর্ডের প্রধান সোহেল মাহমুদ জানান, ‘আফরোজা বেগমের পেটে, বুকে ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে একটি আঘাত তাঁর কিডনি ভেদ করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। গৃহকর্মীর ক্ষেত্রে তিনি বলেন, তাঁকেও ছুরিকাঘাত করা হয়। তবে গলা কাটার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’

এদিকে ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, বাসায় নতুন যোগ দিতে আসা গৃহকর্মী ওই নারীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে পুলিশের সঙ্গে গোয়েন্দারা কাজ করছে। আমাদের ধারাণা ছিল যে, ওই গৃহকর্মী একা দুজনকে হত্যা করতে পারে না। তবে ওই ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, হত্যাকাণ্ডের পর ওই নারী একাই নিচে নেমে আসছেন। তারপরও হত্যাকাণ্ডে অন্য কেউ অংশ নিয়েছে কি না তাও ওই নারীকে গ্রেপ্তারের পর বলা যাবে।

গতকাল শুক্রবার বিকেলে ধানমণ্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে বাসার মালিক আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতির (১৯) লাশ উদ্ধার করা হয়। এসময় ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়। ক্রিয়েটিভ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মনির উদ্দিনের শাশুড়ি আফরোজা বেগম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫