Logo
×

Follow Us

অপরাধ

ঈদে বাড়ি গিয়ে বড় ভাইকে খুন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২১, ১৫:৩৮

ঈদে বাড়ি গিয়ে বড় ভাইকে খুন

প্রতীকী ছবি

ঢাকা থেকে বাড়ি গিয়ে ঈদের আগের দিন বড় ভাইকে খুন করেছেন ছোট দুই ভাই। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে বসতভিটার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধামাউড়া গ্রামের আব্দুর রহমানের সঙ্গে ঈদ উদযাপন উপলক্ষে ঢাকা থেকে বাড়িতে আসা তার আপন ছোট দুই ভাই সুহেদ মিয়া ও আব্দুল্লাহ মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে ছোট দুই ভাই সুহেদ মিয়া ও আব্দুল্লাহ মিয়ার বল্লমের আঘাতে বড় ভাই আব্দুর রহমান গুরুতর আহত হয়।

আব্দুর রহমানকে উদ্ধার করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে সরাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫