
রাজধানীর সিদ্ধেশ্বরীর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ৬৮, সিদ্ধেশ্বরীর সামনের রাস্তা থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলছেন ভবন থেকে তরুণী পড়ে গেছে। তার পরনে ছিল শর্ট কামিজ ও প্যান্ট।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।