
টিপু ও প্রীতি
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাদের নাম-পরিচয় জানায়নি র্যাব। এদের একজন অন্যতম মাস্টারমাইন্ড ও অন্য তিনজন টিপুকে অনুসরণকারী।
গতকাল শুক্রবার (১ এপ্রিল) রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে শনিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।