Logo
×

Follow Us

অপরাধ

অপু ও মামুনের লাইকি আইডি ব্যান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ১৯:৪৪

অপু ও মামুনের লাইকি আইডি ব্যান

মারধর ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হওয়া অপু ওরফে ‘অপু ভাইয়ের’ লাইকি অ্যাকাউন্ট ব্যান করেছে বিশ্বব্যাপী জনপ্রিয় ছোট ভিডিও তৈরি এবং শেয়ারের লাইকি অ‌্যাপ। এছাড়া আরেক বিতর্কিত তরুণ প্রিন্স মামুনের আইডিও ব্যান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে লাইকি বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এমন ঘোষণা দেয় লাইকি বাংলাদেশ। 

লাইকি জানায়, সম্প্রতি কয়েকজন তরুণের বিরুদ্ধে কিছু অভিযোগ এবং বিশৃঙ্খলা সৃষ্টির সংবাদ দেখা গেছে। এ কারণে বাংলাদেশ কর্তৃপক্ষের অনুরোধে আমরা চারটি আইডি ব্যান করেছি। তাদের আইডিগুলোর বিষয়ে আমরা বাংলাদেশের অথরিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছি। ব্যান করা আইডিগুলোর মধ্যে দুটি মামুন ও অপুর।

এর আগে সোমবার রাতে সাধারণ নাগরিকদের হেনস্তা এবং মারধর করার অপরাধে রাজধানীর উত্তরা থেকে টিকটক ভিডিও নির্মাতা অপুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কারাগারে রয়েছে অপু।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫