
আটক তিন যাত্রী। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি তরল স্বর্ণসহ তিন যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)।
আজ মঙ্গলবার (২০ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. রিয়াজুল হাসান (৪৬), মোহাম্মদ আমিন (৩৫) ও মোকারাম খান (৩৩)।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দর অবতরণ করে। এসময় তিন যাত্রীকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। একটি বিশেষ প্রক্রিয়ায় যাত্রীদের শরীরের বিভিন্ন অংশে পেঁচিয়ে রাখা ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়।
তাদের শরীরের বিভিন্ন অংশে সেগুলো লুকানো ছিল। ওই সোনার দাম আনুমানিক আট কোটি টাকা বলেও জানান জিয়াউল হক।