গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে সংখ্যালঘু সহিংসতার ৮৮টি মামলায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ২২ অক্টোবরের পরের ঘটনাগুলোর দ্রুতই আপডেট দেওয়া হবে। দোষীদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল জানান, সরকার বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকার অন্যান্য দেশের বাজার পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলে জানান তিনি।
এ সময় উপ-প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সংখ্যালঘু হামলা মামলায় গ্রেপ্তার প্রেস সচিব ফরেন সার্ভিস একাডেমি বাজার নিয়ন্ত্রণ রোহিঙ্গা সংকট
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh