বিলাসবহুল গাড়ি আত্মসাতের অভিযোগে এবি ড্রাইভের এমডি আটক

প্রতারণার মাধ্যমে চারটি গাড়ি আত্মসাতের অভিযোগে গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান এবি ড্রাইভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদসহ (৩৮) পাঁচজনকে আটক করেছে পুলিশ। বাহিনীটির তেজগাঁও শিল্পাঞ্চল থানা জানিয়েছে, আত্মসাৎ করা গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। এগুলোর দাম প্রায় তিন কোটি টাকা।

বাকি আটকরা হলেন আবুল কালাম রিফতিয়ার (৩৮), জামির হোসেন (৩৬), সজল আহম্মেদ (৩০) ও আব্দুর রহমান রুবেল (৫৬)।

পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান এক সংবাদ সম্মেলনে বলেন, ইমদাদুল হক খান নওশাদ একজন গাড়ি ব্যবসায়ী। তেজগাঁওয়ের আজিজ কোর্ট গ্রাউন্ড ফ্লোরে তার একটি গাড়ি বিক্রির শো-রুম আছে। এবি ড্রাইভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদ ও চেয়ারম্যান জামির হোসেন গত ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিক্রির উদ্দেশ্যে চারটি গাড়ি প্রগতি সরণিতে তাদের শো-রুমে নিয়ে যায়। 

তিনি জানান, গাড়ি চারটির মোট বাজার মূল্য তিন কোটি টাকা। পরে তাদের যোগাযোগ করলে তারা গাড়িগুলো ফেরত দেবে না বলে জানায় এবং ভয়ভীতি দেখাতে থাকে। ইমদাদুল হক খান জানতে পারেন তারা গাড়িগুলো প্রতারণার মাধ্যমে আত্মসাতের উদ্দেশে এবি ড্রাইভ শো-রুম থেকে  সরিয়ে ফেলেছে। 

ডিসি ইবনে মিজান জানান, এ ঘটনায় গত ৫ জানুয়ারি ইমদাদুল হক খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে জারাক আহমেদ ও জামির হোসেনসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি প্রতারণার মামলা হয়।

এই মামলায় পুলিশ গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ২টার দিকে গুলশান এলাকা থেকে  জারাক আহমেদকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর ও কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম রিফতিয়ারকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা মিজান বলেন , আটক রিফতিয়ারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায় তার বস জামির হোসেন একটি টয়োটা এসকোয়্যার মাইক্রোবাস গাড়ি এবং একটি টয়োটা এক্সজিও প্রাইভেটকার এক আত্মীয়ের বাসায় রাখতে বলে। অভিযান চালিয়ে আফতাবনগর এলাকা থেকে গাড়ি দুইটি উদ্ধার করা হয়। পরে আরও দুটি গাড়িসহ সজল আহম্মেদ ও আব্দুর রহমান রুবেলকে আটক করা হয়। 

মিজান জানান, তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকা থেকে সাইদুর রহমানের হেফাজত থেকে একটি টয়োটা ভেলফেয়ার জিপ গাড়ি ও একটি টয়োটা হেরিয়ার জিপ গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা এই চারটি গাড়ি আটকরা আত্মসাৎ করেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মামলার নিবিড় তদন্ত ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh