সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার এক রিসোর্টে হামলা ও কয়েকজন তরুণ-তরুণীকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার চার তিন পর গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মামলাটি করেন উপজেলার সিলাম এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ।
মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ এবং সুমন আহমদকে আসামি করা হয়েছে। তারা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এজাহারে বাদী আসামিদের বিরুদ্ধে রিসোর্টে জোরপূর্বক অনুপ্রবেশ করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও কয়েকজন তরুণ-তরুণীকে বিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ মাঠে রয়েছে।
১৯ জানুয়ারি রিজেন্ট পার্ক রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেন স্থানীয়রা। এ সময় রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাট করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরে কাজী ডেকে ওই তরুণ-তরুণীদের পরিবারের লোকজনের উপস্থিতিতে আটজনের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। বাকি আট তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাদী হেলাল আহমদ সাংবাদিকদের বলেন, “হামলায় রিসোর্টের অনেক ক্ষতি করেছে। হামলাকারীরা যে ভবনে আগুন দিয়েছে, সেটির ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করতে পারি নাই। তবে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে আসামিদের ধরুক।”
এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সিলেটের রিসোর্ট ছাত্রদল মরাল পুলিশিং
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh