রাজধানীতে বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
এর আগে গতকাল শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়ীবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মো. জিহাদ সরদার (২২), রবিউল (২০), মো. স্বপন (২২), মো. কাঞ্চন (৪২), মো. নাজমুল হোসেন (২২), মো. মাসুদ রানা (২৪), মো. ফয়সাল (২০) ও মো. ইউসুফ আলী (১৮)।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়ীবাঁধ এলাকায় পাঁচ ঘন্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এই কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে রাজধানীর আদাবরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে দুজন দস্যুতার চেষ্টার মামলার একাধিক চার্জশীট ভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh