ঘোষণা দিয়ে বাসায় লুটপাট, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ

মধ্যরাতে ঘোষণা দিয়ে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় তল্লাশি চালিয়েছে একদল মানুষ। তারা বাসায় লুটপাট করলেও নীরব দর্শকের ‍ভূমিকায় ছিল পুলিশ।


অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল অর্থ মজুদের অজুহাত দেখিয়ে মঙ্গলবার মধ্যরাতে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের এইট-আই নম্বর বাড়িতে তল্লাশি চালায় একদল মানুষ। তবে তল্লাশিতে অস্ত্র, মাদক ও অর্থ কোনোটাই পাওয়া যায়নি। ওই সময় তিনজন গৃহকর্মী ছাড়া বাসায় কেউ ছিলেন না।


রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যমে ছাত্র-জনতা কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের বাড়িতে তল্লাশি চালানোর ঘোষণা দেয়। এরপর গুলশান ২-এর বিচারপতি সাহাবুদ্দিন পার্কের সামনে জড়ো হন অর্ধশতাধিক মানুষ।


কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাত ১২টার দিকে মিছিল সহকারে কিছু মানুষ তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা প্রধান গেটে তালা দিলে কয়েকজন গেটের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে তালা ভেঙে অন্যদেরও প্রবেশের সুযোগ করে দেন। এরপর বাসার চারতলায় গিয়ে দরজা ভেঙে প্রবেশ করেন।


তল্লাশির শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য না থাকলেও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন এবং লাইভ সম্প্রচার করছিলেন। তল্লাশির প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে গুলশান থানা পুলিশ উপস্থিত হয়। বাড়ির সামনেও সেনাবাহিনীর সদস্যদের দেখা যায়। তল্লাশির পর পুলিশ ও সেনাবাহিনীর সামনে দিয়েই চলে গেলেও নীরব দর্শকের ‍ভূমিকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ প্রতিটি কক্ষ পরিদর্শন করে অবৈধ কিছু পায়নি।


গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান দেশকাল নিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ৷ এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের নামপরিচয় জানাতে পারেনি তিনি।


বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ কারও বাসায় গিয়ে তল্লাশি চালাতে পারে কি না, এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।


বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, “কোন বাসায় কোনো পাবলিক গিয়ে তল্লাশি করার সুযোগ এবং আইন নাই। যারা এই ধরনের কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে।”


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh