সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম চট্টগ্রামে গ্রেপ্তার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে।


মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হলেও বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়। ঢাকায় আনার পর বৃহস্পতিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।


সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দৌলা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে কাফরুল থানায় একটি মামলা করা হয়। এনামুল হক নামে এক ব্যক্তি গত ৯ অক্টোবর মামলাটি করেন।


মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। সেই মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমও আসামি।


সাইবার নিরাপত্তা আইনে করা মামলাটিতে বাদী অভিযোগ করেন, আসামিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডির তথ্য ফাঁস ও বিক্রি করেন। ওই প্রতিষ্ঠানের (ডিজিকন) মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশ-বিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।


চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, সিআইডির তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক চিকিৎসকের বাসা থেকে জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চিকিৎসক গ্রেপ্তার জিয়াউলের স্ত্রীর বড় ভাই। গ্রেপ্তারের পর বুধবার বিকেলে তাকে নিয়ে ঢাকায় রওনা হয় সিআইডির টিম।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh