যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার সকাল ছয়টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীননগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম, সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু এবং বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন।
আহতরা হলেন- হাসান ইকবাল এবং তার স্ত্রী হালিমা খাতুন। তারা নিহত শিশু রত্নার বাবা-মা।
ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। নবীননগর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং দুইজন আহত হয়।
ওসি বাবলু রহমান আরও বলেন, দুর্ঘটনার পরপরই থানা পুলিশ এবং নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh