বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের পদ স্থগিতের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার আওয়ামী লীগ সরকার পতনে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবু হুরাইরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
“সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের প্রেক্ষিতে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও মুখপাত্রের পদ স্থগিত ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন” শিরোনামে বিজ্ঞপ্তিতে লেখা হয়, “গত ২৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঝিনাইদহ শাখার সদস্য সচিব ও মুখপাত্রের একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি সংগঠনের দৃষ্টিগোচর হলে জরুরি ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
তিন সদস্যের তদন্ত কমিটি আগামী দুই কর্মদিবসের মধ্যে ‘নিরপেক্ষ’ তদন্ত প্রতিবেদন পেশ করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য মাছুমা খাতুন ও শাহমুন হাসান।
আগের দিন মঙ্গলবার রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
সেই ভিডিওতে সাইদুর রহমান খানের পক্ষে এলমা খাতুনকে আসতে দেখা যায়। একটি মদের বোতল সদৃশ বস্তুও তার হাতে ছিল।
সুশাসনের জন্য নাগরিক-সুজনের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু বলেন, “যদি ভিডিও সত্যি হয় তাহলে এদের কাছ থেকে দেশ ও জাতি আগামীতে কিছু পাবে না। এটা সমাজের জন্য ভালো বার্তা বয়ে আনবে না।”
২০২৪ সালের ১৬ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেন।
এই কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবু হুরাইরাকে আহ্বায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্যসচিব ঘোষণা করা হয়।
সাজেদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুনকে করা হয় মুখপাত্র।
কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৩ জনকে যুগ্ম সদস্যসচিব, ৯ জনকে সংগঠক ও ৬৪ জনকে সদস্য করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh