ধানমন্ডিতে গাড়ি থামিয়ে চাঁদা আদায়, সেই যুবক আটক

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে চাঁদা আদায়ের ঘটনায় মো. আশরাফুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত একটার পর ধানমন্ডি থানা পুলিশের একটি দল হাজারীবাগ এলাকা থেকে তাকে আটক করে।

ধানমন্ডি থানার ওসি মো. আনোয়ার হোসেন সাম্প্রতিক দেশকালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ঘটনার পর সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একজন যুবক রশিদ বই নিয়ে চাঁদা আদায় করছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পর আমরা অভিযুক্তকে শনাক্ত করে রাতেই আটক করেছি।’

আটক আশরাফুল রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে।

ভাইরাল হওয়া ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আশরাফুল নামের ওই যুবক একটি প্রাইভেটকারের আরোহীর কাছে চাঁদা চাইলে বাকবিতণ্ডা শুরু হয়। গাড়িতে থাকা ব্যক্তি বলেন, ‘মাস্তানি করছিস কেন?’ উত্তরে যুবকটি স্পষ্টভাবেই বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এরপর গাড়ির পাশে থাকা এক নারী ভিডিও ধারণ করতে থাকেন এবং পরে সেটি ভাইরাল হয়। 

ভিডিওতে দেখা যায়, ওই যুবক একটি রশিদ বই থেকে একটি রশিদ ছিড়ে দিয়ে টাকা নেন এবং বাকি টাকা ফেরত দিয়ে চলে যান।

আটক যুবকের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি বলেন, “এ বিষয়ে এখনো জানতে পারিনি। একটু আগে তাকে আটক করে এনেছি। এখনো জিজ্ঞাসাবাদ করতে পারিনি। বিস্তারিত পরে জানানো হবে।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ধানমন্ডি থানা যুবদলের একটি ব্যানারের সামনে নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন আশরাফুল। যদিও তার দলীয় পদবি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।





সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh