সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট ২০২২, ২ মিনিটে বের করে ফেলুন ফিক্সেশন কপি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২ জুলাই ২০২২, ১৫:৪০

বাংলাদেশ সরকার।
সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধি হয় প্রতিবছর তা কর্মচারি বা কর্মকর্তাদের বার্ষিক পারফরমেন্স যাই থাকুক না কেন? বার্ষিক ইনক্রিমেন্ট পূর্ব নির্ধারিত, যদি সাময়িক বরখাস্ত এবং বিনা বেতন ছুটি মঞ্জুর না করা হয়। শাস্তিপ্রাপ্ত কোন কর্মচারির ক্ষেত্রে ইনক্রিমেন্ট লাগে না। এছাড়া কোন কর্মচারিকে শাস্তি স্বরূপ ১ বা ২ বা ৩ বছরের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত রাখতে পারে।
যে সকল কর্মচারি ২০১৫ সালে নতুন যোগদান করেছে অথবা যারা চলমান বা কর্মরত সরকারি কর্মচারি তাদের বেতন নির্ধারিত হয়েছে ২০১৫ সালেই। জাতীয় বেতন স্কেল ২০১৫ জারি হওয়ার পর সকল কর্মকর্তা বা কর্মচারীদের বেতন পুনঃনির্ধারিত বা পে ফিক্সেশন সম্পন্ন হয়েছে। এ পে ফিক্সেশন ডাটা বা তথ্য ঠিক রয়েছে কিনা তা যাচাই করে হিসাবরক্ষণ অফিস ফিক্সেশন ফরমে হাতে লিখে একটি ভেরিফিকেশন নম্বর বা যাচাই নম্বর প্রদান করেছেন। এই ভেরিফিকেশন নম্বরই একবারই প্রদান করা হয়েছে। প্রতিবার বার্ষিক বেতন বৃদ্ধি যাচাই বা ইনক্রিমেন্ট কপি বের করতে এই ভেরিফিকেশন নম্বরটি প্রয়োজন পড়বে।
ইনক্রিমেন্ট বের করার নিয়ম
১/৭/২০২২ তারিখের বার্ষিক ইনক্রিমেন্ট লেগে গেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ১/৭/২০২২ তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়। আপনার ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা দেখতে প্রবেশ করতে হবে নিম্নের সাইটে: ব্রাউজারে payfixation.gov.bd লিখে GO তে ক্লিক করলে নিচের সাইটে কনভার্ট হবে https://ibas.finance.gov.bd/ibas2/Fixation সাইটে প্রবেশ করে ছবির মত ধাপগুলো অনুসরণ করতে হবে
-62c011c96a550.jpg)
-62c011f670149.jpg)
-62c0120d67079.jpg)
-62c012d8740b2.jpg)
-62c012ef9d5aa.jpg)
-62c0130bad766.jpg)
-62c0132628f93.jpg)
-62c013417f778.jpg)
-62c013600d410.jpg)

