আমুর ইংরেজি নাম- Pacific Maple। বৈজ্ঞানিক নাম- Aglaia cucullata Pellegr.
পরিচিতি: জলসহিষ্ণু উত্তম কাঠের ছোট থেকে মধ্যম আকারের চিরসবুজ বৃক্ষ, ২০-২৫ মিটার পর্যন্ত উঁচু হয়। শ্বাসমূল বিদ্যমান। বৃহৎ পাতা, ২৫-৩৫ সেন্টিমিটার লম্বা এবং ১৫-২৫ সেন্টিমিটার চওড়া। ত্রিভুজাকৃতি মঞ্জরীদণ্ডে ছোট ছোট ফুল গুচ্ছাকারে সজ্জিত থাকে। ফল প্রায় গোলাকার, মাঝামাঝি খাঁজযুক্ত, ব্যাস ২-৩ সেন্টিমিটার, হলুদ। বীজ উজ্জ্বল লালচে-বাদামি। ফুল-ফল ধারণ: অক্টোবর-মে।
আবাসস্থল: জোয়ার-ভাটার বনাঞ্চল।
আভ্যন্তরীণ বিস্তৃতি: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত সমুদ্র-তীরবর্তী বনভূমি।
বহির্বিশ্বে বিস্তৃতি: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের উপকূলীয় বনাঞ্চল।
গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: কাঠের জলসহিষ্ণু বৈশিষ্ট্যের জন্য নৌকা, সেতু, পাটাতন, খুঁটি, বন্যাপ্রবণ এলাকার ঘর-বাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। তাছাড়া ফলের বাকল থেকে রেজিন পাওয়া যায়।
বংশবিস্তার: বীজ দ্বারা।
বর্তমান অবস্থা: বিরল প্রজাতির বৃক্ষ।
সংরক্ষণ প্রস্তাবনা: বৃক্ষটির বীজ সংগ্রহের মাধ্যমে বিস্তার ঘটানো প্রয়োজন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আমুর চিরসবুজ বৃক্ষ বংশবিস্তার আবাসস্থল বৃক্ষ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh