
অপু বিশ্বাস ও নিরব হোসাইন। ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে নাচার সময় অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে উল্টে পড়ে যান নিরব হোসেন।
গত শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন দেশের চলচ্চিত্রের এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী।
এরইমধ্যে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের মধ্যে পড়েছে হাসির হুল্লোড়।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অপু। তিনি বলেন, ‘নেটিজেনদের কটাক্ষে বিচলিত নই আমি। স্টেজে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। দুর্ঘটনাবশত এটা হয়েছে। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে।’
প্রসঙ্গত, সেদিন গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন অপু-নিরব। নাচের শেষ অংশে অপু বিশ্বাসকে কোলে তোলার ব্যর্থ চেষ্টা করেন নিরব। এ সময়ই ঘটে বিপত্তি। ধপাস করে উল্টে পরে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।