Logo
×

Follow Us

ঢালিউড

এফডিসিতে ‘ইভটিজিংয়ের’ শিকার অরুণা বিশ্বাস

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ২০:০৯

এফডিসিতে ‘ইভটিজিংয়ের’ শিকার অরুণা বিশ্বাস

অভিনেত্রী অরুণা বিশ্বাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক আরমানের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

আজ শনিবার (৮ এপ্রিল) এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য শিল্পী সমিতির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা।

লিখিত অভিযোগে অরুণা বিশ্বাস বলেন, আমি গত ২ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হই। সভা শেষ হওয়ার প্রাক্কালে সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক জনাব আরমান আমাকে আমার শরীর সম্পর্কে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করে। একজন সিনিয়র শিল্পী হিসেবে আমি অপমানিত ও অসম্মানিত বোধ করছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি।

শিল্পী সমিতির সভাপতি বরাবর অরুণা বিশ্বোসের লিখিত অভিযোগ। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, একজন দপ্তর ও প্রচার সম্পাদকের নিকট থেকে এইরূপ কুরুচিপূর্ণ মন্তব্য আমি কখনো আশা করি না। জনাব আরমান যা করেছেন তা ইভটিজিংয়ের সামিল।

এর বাইরে সেদিনের সভায় ঢোকার সময় সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিকও তার প্রতি ‘অসম্মানজনক’ মন্তব্য করেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন অরুণা বিশ্বাস।

এ বিষয়ে তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হওয়াই অসম্ভব হয়ে পড়বে।

অভিযোগের বিষয়ে শিল্পী সমিতি কোনও ব্যবস্থা না নিলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান অরুণা বিশ্বাস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫