আরিয়ানা জামান। ছবি: ফেসবুক
আরিয়ানা জামান। গেল ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ও সৈকত নাসির পরিচালিত ছবি ‘পাপ’ সিনেমাটি। এর মধ্য দিয়ে বড়পর্দায় প্রথমবার নাম লিখলেন তিনি। প্রথম দর্শনেই দর্শকদের নজর কেড়েছেন এ অভিনেত্রী। দর্শকের প্রশংসায় ভাসছেন বলেও জানান।
আরিয়ানা দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে বলেন, ভালো সাড়া পাচ্ছি। ‘পাপ’ আমার প্রথম ছবি। নার্ভাস ছিলাম। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ারে গিয়েছিলাম। প্রথম অংশ দেখার পর মনে হয়েছিল প্রত্যাশা পূরণ হলো। কারণ দর্শকরা বলছিল আমার অভিনয় ভালো হয়েছে। সামনে আরও ভালো করব বলে তারা প্রত্যাশা করছেন।

‘পাপ’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া মাহা, রোশান প্রমুখ।
আরিয়ানা জানিয়েছেন ‘পাপ’ ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল না। তাই তিনিও জানতেন না ঈদ এত উদ্বিগ্নের সঙ্গে কাটাতে হবে। এ প্রসঙ্গে তার মন্তব্য, ঈদ উপলক্ষে ‘পাপ’-এর পাশাপাশি আশফাক নিপুণের ‘মহানগর-২’ ওয়েব সিরিজ মুক্তি পাওয়ায় অন্যরকম ঈদ কেটেছে। হলগুলো ঘুরে দেখেছি। বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় দর্শকের মন্তব্য পড়েছি।

ঈদে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহানগর-২’ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এ গ্ল্যামারকন্যা। তাকে প্রথম সিজনেও দেখা গিয়েছিল। অথচ তিনি নাকি শুরুতে এ সিরিজে অভিনয় করতে চাননি।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি শুরুতে ‘মহানগর’ সিরিজে যুক্ত হতে চাইনি। কয়েকবার আমাকে কাজটি করার জন্য বলা হয়েছিল। আমি করবই না মনস্থির করে রেখেছিলাম। তখন নাট্য নির্মাতা ইমরাউল রাফাত আমাকে বোঝালেন। দ্বিতীয় সিজনে আমার চরিত্রের গুরুত্ব বেড়ে যাবে। সেজন্যই কাজটি করা। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে আরিয়ানা বললেন, মহানগরের শুটিং রাতে করা হয়েছে। মেকাপ ছাড়া শুটিং করেছি। বলতে গেলে ‘র’ একটি ক্যারেক্টার। এই কাজটির জন্য গুণী মানুষজনের প্রশংসা পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় দর্শকরা আমার ছবির নিচে কমেন্ট করছেন।

ঈদে আলোচনায় এসে পড়া অভিনেত্রী কাজের ব্যাপারে বললেন, আমি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করব। নাটক করব না। কাজের মান আসলে নির্ভর করে প্রোডাকশন টিমের উপরে। কাজের ক্ষেত্রে যে প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ মিলবে, সেখানেই কাজ করব। তবে আপাতত বড়পর্দায় আগ্রহী। আগামী কাজের খবর দিয়ে বলেন, অনন্য মামুনের পরিচালনায় ‘স্পর্শ’ ছবির কাজ করছি। কলকাতার সঙ্গে যৌথ উদ্যোগে ছবিটি নির্মাণ করা হচ্ছে। এখানে আমার সহশিল্পী নিরব, ঋতুপর্ণা প্রমুখ।

এ ছাড়া জাজ মাল্টিমিডিয়ার একটি ছবির কাজের বিষয়ে কথাবার্তা এগিয়েছে। সবশেষে আরিয়ানা জানালেন তিনি ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোও দেখছেন। তার ভাষ্য, ঈদের ছবি দেখছি। প্রতিটি গল্পই আলাদা। আমাদের ‘পাপ’ও তেমনই একটি গল্পের ছবি। পুরো দুই ঘণ্টা দর্শক ছবিটির সঙ্গে নিজেদের সংযোগ করতে পারবে।
