
চিত্রনায়িকা পরীমনি বিয়ে করেছেন। বর সিনেমার সহকারী পরিচালক এবং থিয়েটারকর্মী কামরুজ্জামান রনি।
গত ১০ মার্চ রাজধানীর রাজারবাগের একটি কাজী অফিসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
পরীমনি বলেন, হঠাৎ করেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু আসলে হঠাৎ করেই হয়ে গেছে। কাউকে জানানোর সুযোগ হয়নি।
তিনি বলেন, এখন ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে মোংলাবন্দরের পাশে করমজলে আছি। রনিও এখানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির বাগদান হয়েছিল। যদিও বিয়ের আগেই তা ভেঙে যায়।
হৃদি হক পরিচালিত ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রনি। ওই সিনেমায় কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন পরীমনি। আর সে সূত্র ধরেই রনির সঙ্গে তার পরিচয় এবং পরে পরিণয়।