
অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও মনোয়ার হোসেন ডিপজল। ছবি সংগৃহীত
অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বর্তমান সময়ে অভিনয়ের চেয়ে উপস্থাপনা দিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। উপস্থাপক জয়ের প্রশ্নে বিব্রত হয়েছেন অনেক শোবিজের তারকারা। তার এমন প্রশ্নে খেপেছিলেন বাংলা সিনেমার খলনায়ক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। যা নিয়ে এবার ক্ষমা চাইলেন জয়।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জয় ডিপজলের কাছে ক্ষমা চেয়েছেন।
সম্প্রতি পরিচালক কাজী হায়াতের এক সাক্ষাৎকারে ডিপজলকে নিয়ে প্রশ্ন তোলেন জয়। সেখানে জয়কে বলতে দেখা যায়, ‘ডিপজল ভাইয়ের মতো প্রভাবশালী এক ব্যক্তি, যে রাজনৈতিকভাবে বিতর্কিত তাকে আপনি নাটক-সিনেমায় আনলেন এবং সে হিট হলো!’
জয়ের এমন কথায় ক্ষুব্ধ হন ডিপজল। বিষয়টি নিয়ে জয় বলেন, ‘ডিপজল ভাইকে নিয়ে আমি একটু বেফাঁস কথা বলে ফেলি। এরপর জায়েদ খান আমাকে ফোন করে হুমকি দেন। আমি নিজের ভুল বুঝতে পেরে নিজেই ডিপজল ভাইকে ফোন দেই। কিন্তু তিনি আমার ফোন ধরেননি। এরপর আমার প্রোডিউসার তাকে ফোন দেয়। আর অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করেন। কিন্তু ডিপজল ভাই তাকে বলে দেন, আমার মুখ দেখতে চান না তিনি।’
ক্ষমা চেয়ে জয় বলেন, ‘ডিপজল ভাই আপনাকে অনুরোধ করব, আমাদের অতীত সম্পর্কটা একটু ভেবে দেখবেন। আমি আপনাকে ভালোবাসি। আমার বেফাঁস মন্তব্যর কারণে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিলো না। আমি ক্ষমা চাই। আপনি আমাকে যেভাবে আগে ভালোবাসতেন, সেভাবেই ভালোবাসবেন।’