Logo
×

Follow Us

ঢালিউড

কলকাতায় গিয়ে ভোল পাল্টালেন বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৮

কলকাতায় গিয়ে ভোল পাল্টালেন বুবলী

শবনম বুবলী। ছবি- সংগৃহীত

নয় মাস আগে সংবাদমাধ্যমে ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন চিত্রনায়িকা বুবলী। এই নায়িকা এমনও বলেছিলেন, শাকিব খান নিজেকে সুপারস্টার দাবি করেন। শাকিব খানের নামটাও তিনি উচ্চারণ করতে চান না। কিন্তু নয় মাস পর অনেকটাই ভিন্নমত জানালেন বুবলী।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) কলকাতায় শবনম বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টিজার প্রকাশিত হয়। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বুবলী বলেন, তার কাজে সব সময় শাকিব খানের শুভকামনা ও ভালোবাসা থাকে।

নয় মাস আগে এক অনুষ্ঠানে সাংবাদিকদের শবনম বুবলী বলেছিলেন, উনি (শাকিব খান) নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন। আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই। কারণ উনি বারবার বলেছেন, আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটা কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না। আমি তাকে নিয়ে কথাও বলতে চাই না।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার টিজার প্রকাশনা অনুষ্ঠানের ফাঁকে কলকাতার সাংবাদিকেরা বুবলীর কাছে জানতে চান, দেশের বাইরে সিনেমায় অভিনয়ের আগে শাকিব খানের কাছ থেকে কোনো পরামর্শ বা উপদেশ নিয়েছেন কি না। এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, আসলে তার শুভকামনা, ভালোবাসা অবশ্যই সব সময় থাকে। কারণ আমার ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরেই। তার মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন, শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সঙ্গেই তো কাজ করেছি। আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা থাকে সব সময়।

টিজার প্রকাশের আগে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়। আর সেই পোস্টার শাকিব খান দেখেছেন বলে জানান বুবলী। সংবাদমাধ্যমে বুবলী এ-ও বলেছেন, তিনি পোস্টার দেখেছেন এবং তিনি ভীষণই পজিটিভ। তিনি কাজের ব্যাপারে সব সময় ইতিবাচক থাকেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫