পরীমনি। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সিনেমার পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব।’ কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।
ওয়েব সিরিজটিতে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরীমনিকে।
তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। এরইমধ্যে সিরিজের অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে পরীমনির সঙ্গে মোস্তাফিজ নূর ইমরানকে দেখা গেছে।
এদিকে হইচই জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সিরিজিটি মুক্তি দেবে তারা। দিন দুয়েকের মধ্যে প্রচারণাও শুরু করবে।
এতে বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ অনেকে।
গত ৮ আগস্ট সিরিজটি মুক্তির কথা থাকলেও বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি বিবেচনায় মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেওয়া হয়।
পরীমণি সন্তান হওয়ার পর দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন। তবে গেল বছরের শেষ দিক থেকে আবারও নিয়মিত হয়েছেন কাজে। সিনেমার পাশাপাশি কাজ করছেন ওটিটিতেও। এখন দর্শকরা অপেক্ষায় আছেন নতুন করে ফিরে কতটা ঝলক দেখাতে পারেন তিনি সেটি দেখার জন্য।