Logo
×

Follow Us

ঢালিউড

ওমর সানী-মৌসুমীর প্রেমের শুরু যেভাবে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫৯

ওমর সানী-মৌসুমীর প্রেমের শুরু যেভাবে

ওমার সানী-মৌসুমী। ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি ওমর সানী-মৌসুমী। জুটির প্রায় সবগুলো সিনেমা দর্শকের কাছে প্রশংসিত হয়। সালমান শাহর সঙ্গে দূরত্ব সৃষ্টির পরেই মৌসুমী জুটি বাঁধেন ওমর সানীর সঙ্গে।

দোলা সিনেমায় জুটি প্রথম একসঙ্গে কাজ করেন। কিন্তু প্রথম সিনেমার শুটিংয়ে সিলেটে গিয়ে তাদের মনোমালিন্য হয়। মনোমালিন্য থেকে দুজনের সম্পর্কও কিছুটা খারাপ হয়। সেই মনোমালিন্য থেকেই আবার মৌসুমীর জন্য ওমর সানীর ভালোবাসা জন্মে।আত্ম অহংকার-এর শুটিং করতে সিলেটের জৈন্তাপুরে গিয়েছিলেন তারা। তখন তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে।

সেখানে শুটিংয়ের সময় মৌসুমী হঠাৎ ওমর সানীকে জানান, কাল তার জন্মদিন। দুপুরে তারা একসঙ্গে খাবেন। সেই সময় ওমর সানী প্রথম মৌসুমীকে উপহার দেন। ওমর সানী নিজের গলা থেকে প্রায় ভরি ওজনের সোনার চেইন অভিনেত্রীকে উপহার দেন।

এদিকে মৌসুমী এক রাতে দুঃস্বপ্ন দেখেন ওমর সানীকে নিয়ে। সকালে এফডিসিতে প্রবেশের আগে মৌসুমী সানীকে দেখতে তার তেজতুরী বাজারের বাড়ির সামনে আসেন। তখন ওমর সানী বুঝে গেছেন মৌসুমী তাকে পছন্দ করেন।

ওমর সানীর ভাষ্য অনুযায়ীমৌসুমী এসেই আমাকে বললো, ‘সানী ভাই, আপনাকে নিয়ে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। তাই ভাবলাম, এফডিসিতে ঢোকার আগে আপনার সঙ্গে দেখা করে যাই।

এরপরআত্ম অহংকার মুক্তির পর একটি সাক্ষাৎকার দেয়ার সময় ওমর সানী মুখ ফসকে বলে ফেলেন, ‘আমি ওকে (মৌসুমী) ভালোবাসি। আমাকে ভালোবাসে কিনা জানি না। সেই সাক্ষাৎকার পড়ে মৌসুমী অবাক হয়েছিলেন। প্রশ্নও করেছিলেনএভাবে বলা কি আপনার ঠিক হলো?’ সানীর তখন সহজ উত্তর, ‘বলেছি তো বলেছিই। ঠিক হইছে কিনা জানিটানি না।

তত দিনে ওমর সানীর মা মৌসুমীকে ভীষণ পছন্দ করে ফেলেছেন। মৌসুমীর নানিরও সানীকে বেশ পছন্দ। এবার দুজন উদ্যোগী হলেন। একদিন সানীর বাসায় মৌসুমীকে নিয়ে হাজির তার নানি। তিনি সোজা সানীর মাকে বললেন, ‘এক্ষুণি কাজী ডাকেন, আজই ওদের বিয়ে দেব। কাজি ডেকে সেদিনই বিয়ে হলো। দিনটা ছিল ১৯৯৫ সালের  মার্চ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫