
করোনাভাইরাসের কারণে সিনেমার শুটিং বন্ধ। দৈনিক আয়ের ভিত্তিতে যারা কাজ করেন, তাদের নেই কোনো আয়। আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। করোনার এই সময়ে ক্যামেরার পেছনে যারা কাজ করেন তাদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা কবরী।
সম্প্রতি চিত্রগ্রাহক সমিতির তহবিলে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সমিতির সভাপতি চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু।
তিনি বলেন, ‘আমাদের সমস্যা হলো আমরা তো রিলিফের লাইনে দাঁড়াতে পারি না। হাত পাততে পারি না। কবরী ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। তার কাছে পাওয়া অর্থ আমরা অসহায় ক্যামেরাপারসন ও সহকারীদের কাছে পৌঁছে দেবো।’
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির তহবিলে চলচ্চিত্র প্রযোজক সমিতিও অনুদান দিয়েছে। এর বাইরে অভিনয়শিল্পী হিসেবে প্রথম অর্থ সাহায্য দিলেন কবরী।
১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু করেন কবরী। এরপর অভিনয় করেছেন ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি’, ‘পারুলের সংসার’, ‘বিনিময়’, ‘আগন্তুক’সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা’য়। তিনি ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতে অভিনয় করেন।