Logo
×

Follow Us

ঢালিউড

তবে কি যৌন হয়রানির শিকার রিয়েলি

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১৫:৪০

তবে কি যৌন হয়রানির শিকার রিয়েলি

নিপা আহমেদ রিয়েলি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি। ২০২১ সালে অনন্য মামুন পরিচালিতমেকাপসিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত তারখোদা হাফেজসিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এই সিনেমায় রিয়েলিকে একেবারেই সাদামাটা একটা মেয়ের চরিত্রে দেখা যাবে।

ছবিটির শুটিং পুরোপুরি শেষ। শুধু একটি গানের কাজ বাকি আছে বলে জানান তিনি। অনিক বিশ্বাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে আছেন সাঞ্জু জন আর নবাগত দিদার।

এদিকে এ গ্ল্যামারকন্যা শোবিজে নারীদের যৌন হয়রানির শিকার হওয়া নিয়েও কথা বলেছেন। ক্যরিয়ারে এমন কিছুর সম্মুখীন হতে হয়েছে কি?

তার ভাষ্য, ‘অবশ্যই যৌন হয়রানির শিকার হতে হয়েছে। খারাপ প্রস্তাব দেয়াটাকেও আমি যৌন হয়রানি বলেই মনে করি। কেউ সীমা লঙ্ঘন করলে অবশ্যই সেটি নিয়ে মুখ খোলা উচিত। যেন সেই লোকটি আর কারও সঙ্গে একই আচরণ না করতে পারে। এজন্য আমি মি টু মুভমেন্টকে সমর্থন করি। যারা মি টু নিয়ে মুখ খুলেছেন তাদের সাহসের তারিফ না করে পারা যায় না।’

তিনি আরও বলেন, ‘আমি সিনেমায় অভিনয় করতে এসেছি, অনেক বেশি সততার সঙ্গে কাজটি করতে চাই। এখন কেউ যদি আমাকে কাজ দেয়ার কথা বলে অন্য উদ্দেশ্য হাসিল করতে চায় তাহলে তার সঙ্গে কখনোই কাজ করব না। আজকাল শুধু শোবিজে নয়, সমাজের যে কোনো ক্ষেত্রেই কিন্তু নারীদের যৌন হয়রানির শিকার হতে হয়। রাস্তায় একটি মেয়ে হাটলে অনেক পুরুষ তাকে খুব বাজেভাবে দেখে। এটিও তো এক ধরনের যৌন হয়রানি। তবে আমরা মেয়েরা সব সময় এগুলোকে আমলে না নিয়ে শুধু কাজটাই করি।’

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫