Logo
×

Follow Us

ঢালিউড

ভারতে নতুন নামে সিয়াম-পূজার সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১৫:০৭

ভারতে নতুন নামে সিয়াম-পূজার সিনেমা

শান সিনেমার পোস্টার

জনপ্রিয় অভিনেতা সিয়াম ও অভিনেত্রী পূজা জুটির ‘শান’ সিনেমার নাম বদলে গেল। ভারতের টেলিভিশন চ্যানেলে প্রচার হবে ‘শান’ সিনেমা। তবে সেটি নতুন নামেই প্রচার হচ্ছে। ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে ছবিটি দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।

সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে ছবির টিজার শেয়ার করা হয়েছে। তার কমেন্ট বক্সে ছবির নাম বদলে যাওয়া নিয়ে অনেকে মন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন?

শুধু সিনেমার নাম নয়, বদলে গেছে কণ্ঠ। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের কণ্ঠ।

এ বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক।

এদিকে সিয়াম বিষয়টাকে ইতিবাচকই দেখতে চাইছেন। তিনি গণমাধ্যমে এ প্রসঙ্গে বলেন, আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তারা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটি তাদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটি করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’

 

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫