Logo
×

Follow Us

ঢালিউড

পরিচালক শাহ আলম আর নেই

Icon

বিনোদন রিপোর্টার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১৮:৫৬

পরিচালক শাহ আলম আর নেই

শাহ আলম মণ্ডল। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মণ্ডল মারা গেছেন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইউনাইটেড হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক কায়েস আরজু।

মৃত্যুকালে শাহ আলম মণ্ডল এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চলতি সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন ছবির পরিচালক শাহ আলম মণ্ডল। তার পরিচালিত অন্য ছবিগুলো হলো ‘আপন মানুষ, ‘ডনগিরি এবং ‘লকডাউন লাভ স্টোরি (২০২২)।

পরীমনি ও শাহ আলম মণ্ডল

কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এ নির্মাতা। দিনদিন অসুস্থতা বাড়তে থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে ওই পরিচালককে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এভাবে ৫ হাসপাতাল ঘুরে গতকাল শুক্রবার এই পরিচালককে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে আজ শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। অবশেষে না ফেরার দেশে পাড়ি দেন এ নির্মাতা।

পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে শাহ আলম মণ্ডল ২০১১ সালে চলচ্চিত্রে আসেন। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয় ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও।


 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫