Logo
×

Follow Us

ঢালিউড

পরিচালক সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘বসন্ত বিকেল’ খ্যাত রফিক শিকদার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:১৫

পরিচালক সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘বসন্ত বিকেল’ খ্যাত রফিক শিকদার

চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার

বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন কয়েক দফা স্থগিত থাকার পর এবার চলতি মাসের ৯ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাবে। আর এতে অংশ নিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের একঝাক নির্মাতা। এবারের নির্বাচনে অংশ নিয়েছেন ‘বসন্ত বিকেল’ খ্যাত নির্মাতা রফিক শিকদার। (২০২৫-২০২৬) মেয়াদে মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দিন সাফি পরিষদ থেকে ‘প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব’ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।  

জনপ্রিয় এ পরিচালক নির্বাচন প্রসঙ্গে সাম্প্রতিক দেশকালকে বলেন, “এবারের নির্বাচনটা একটু ভিন্নরকম লাগছে। বরাবরই পরিচালক সমিতি নির্বাচন এফডিসি তে আয়োজন করা হয়। কিন্তু এবার তা হচ্ছে না। এবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হচ্ছে। এমনকি আমিও একটি পদে দাঁড়িয়েছি। দেখা যাক কি হয়। তবে সকলের কাছে দোয়া চাই যেন আমি এবার নির্বাচিত হতে পারি।”

নির্মাতা রফিক শিকদার এর জন্ম পাবনার কাশিনাথপুরে। ছোট থেকেই স্বপ্ন দেখতেন একজন নির্মাতা হওয়ার। আর তাই তো সিনেমার প্রতি ভালোবাসা থেকে তিনি হয়েছেন এ সময়ের জনপ্রিয় একজন পরিচালক। রফিক শিকদার এর উল্লেখযোগ্য চলচিত্র হলো, ‘ভোলা তো যায় না তারে’, ‘হৃদয় জুড়ে’ ও ‘বসন্ত বিকেল’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫