
ভালোবেসেই অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন ঢালিউড কিং শাকিব খান। এই দুই নায়িকার সন্তানের বাবাও হয়েছেন তিনি। তবে কারো সঙ্গেই সংসার জীবন স্থায়ী করতে পারেননি।
অপু-বুবলী দুজনেই শাকিবের জীবনে অতীত। একাধিকবার সাক্ষাৎকারে নিজের দুই সাবেক স্ত্রীকে ‘অতীত’ বলে মন্তব্য করেছেন এই নায়ক। ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই নতুন কোনো সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নেই, সেটাও স্পষ্ট করেছেন বারবার।
এর পরও বিভিন্ন সময় শাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে দ্বন্দ্বে জড়ান দুই নায়িকা। দুজনে শাকিবকে নিজের বলে প্রমাণ করতে চান। বিভিন্ন গণমাধ্যমে অপু বিশ্বাস ও বুবলী বিভিন্ন সময়ে শাকিবের সঙ্গে তাদের সুসম্পর্কের কথা জানিয়েেেছন। অভিনেতার পরিবারের সঙ্গেও তাদের খুব সুন্দর সম্পর্ক আছে বলে জানান। দুই নায়িকাকে দেখা যায় সামাজিক মাধ্যমে ছেলের সঙ্গে শাকিবের স্থিরচিত্র প্রকাশ করে নিজের জানান দিতে।
দুই নায়িকার এসব বাকযুদ্ধে শাকিব ভক্তরাও বিব্রত হয়ে থাকে। তাদের পাশাপাশি সামাজিক মাধ্যমে শাকিবকেও ট্রোলের মুখে পড়তে হয়। অনেকের মুখে শুনতে হয় শাকিবের পরিবারে দুই নায়িকার মধ্যে কে বেশি প্রাধান্য পেয়ে থাকেন? কে শাকিবের পরিবারে বউয়ের মর্যাদা পেয়ে থাকেন? বিশেষ সূত্রে জানা যায়, শাকিবের পরিবারে বুবলীর প্রাধান্যই বেশি থাকে। পারিবারিক অনুষ্ঠানগুলোতে বুবলীকেই পরিবার থেকে বলা হয়। শাকিবের মা-বোনের সঙ্গে বুবলীর বেশ সখ্যতাও আছে।
এর মধ্যে বুবলী ৩ আগস্ট শাকিবের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করে সে গুঞ্জন আরো বাড়িয়ে দিয়েছেন। এই দুই তারকা এখন যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে আছেন। সেখান থেকে সামাজিক মাধ্যমে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করলেন। মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয়। ছবি দেখেই বোঝা যাচ্ছে, ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি। সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া গেল তাদের।
একটি ছবিতে দেখা যাচ্ছে, বুবলীর হাত ধরে সবুজ ঘাসের উপর হাঁটছেন শাকিব খান। অন্য একটি ছবি বুবলীকে জড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার। আরেকটি ছবি দেখা যাচ্ছে, বুবলীকে জড়িয়ে দূরে কিছু একটা দেখিয়ে দিচ্ছেন শাকিব।
শাকিব-বুবলীর ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বেশির ভাগ নেটিজেন তাদের প্রশংসা করছেন। তবে এ নিয়ে এখনো অপু বিশ্বাস কোনো প্রতিক্রিয়া দেখাননি।
দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা ফলস ও আরো কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। দেশে ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ একই সঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন। দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে।
ব্যক্তিজীবনে শাকিব ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন অপুকে। তাদের সংসারে রয়েছে জয় নামের এক পুত্রসন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর। এরপর ২০১৮ সালে বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে আসে শেহজাদ খান বীর। তবে সে সংসারও টেকেনি অভিনেতার। বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন। তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এই চিত্রনায়ক। ষ বিনোদন প্রতিবেদক