Logo
×

Follow Us

বিনোদন

ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ

Icon

এন আই বুলবুল

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:২৯

ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ

‘চাচা হেনা কোথায়?’ চলতি বছরের শুরুর দিকে ‘প্রেমের সমাধি’ সিনেমার এই সংলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই সংলাপের নায়ক ছিলেন বাপ্পারাজ। দর্শকের কাছে এই অভিনেতা মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প! ঢাকাই সিনেমার ব্যর্থ প্রেমিক হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন। তবে ব্যর্থ প্রেমের সিনেমার বাইরে বাপ্পাকে অ্যাকশন সিনেমায়ও দেখা গেছে। 

নব্বই দশকে তার সিনেমা ছিল দর্শকের কাছে প্রেম ও বিনোদনের। সে সময়ের জনপ্রিয় নায়কদের টেক্কা দিয়ে বছরের শীর্ষ নায়কের জায়গাও ছিল তার। ১৯৯৪ সালের ব্যবসাসফল ১০ সিনেমার মধ্যে দুটি সিনেমার নায়ক ছিলেন বাপ্পারাজ। এমনকি ছায়ছন্দের জরিপে সে বছরের এক নম্বর সিনেমাটির নায়কও ছিলেন তিনি। সিনেমাটি হলো নির্মাতা দেলওয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘জজ ব্যারিস্টার’। বাপ্পারাজ ছাড়াও এতে অভিনয় করেন আলমগীর, শাবানা, লিমা ও হুমায়ুন ফরীদি। এই অভিনেতার অন্য সিনেমাটি ছিল ‘বিদ্রোহী বধূ’। সে বছর এটি ছিল সফলতার দিক থেকে তৃতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। সিনেমাটি পরিচালনা করেন ইস্পাহানি আরিফ জাহান।

সে সময়ের প্রসঙ্গে জানতে চাইলে বাপ্পারাজ বলেন, ‘আমাদের সে সময়ে সুস্থ সিনেমার প্রতিযোগিতা হতো। তবে কে ১ নম্বর আর কে ২ নম্বরে আছি-এসব নিয়ে কোনো প্রতিযোগিতা করিনি। আমার সিনেমা যেমন ১ নম্বরে এসেছে, তেমনই বিভিন্ন সময় অন্য নায়কদের সিনেমাও ১ নম্বরে এসেছে।’

বাপ্পারাজ দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় নেই। নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ১৯৮৬ সালে ‘চাঁপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫