Logo
×

Follow Us

বিনোদন

নির্মাণেই আনন্দ রুমেলের

Icon

তারেক মোহাম্মদ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

নির্মাণেই আনন্দ রুমেলের

ক্যারিয়ারের শুরুতে টুকটাক অভিনয় করলেও নির্মাণে থিতু হয়েছেন ইশতিয়াক আহমেদ রুমেল। একের পর এক নাটক নির্মাণ করেছেন তিনি। তার পরিচালিত নাটকের মধ্যে রয়েছে ‘হোসেন এর গল্প’, ‘চল বদলে যাই’, ‘প্রেম কাহিনী’, ‘দোস্তি’, ‘ঠুয়া’ ইত্যাদি। রুমেলের অভিনয়ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। হালের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তার অভিনীত ‘মতলব’ চরিত্রটি তাকে দর্শকের আরো কাছে নিয়ে এসেছে।

রুমেলের ভাষ্য, “এর আগে আমি চঞ্চল ও প্রাণবন্ত চরিত্রে অভিনয় করেছি। এবারই প্রথম ‘মতলব’-এর মতো একটি চরিত্র করছি। যে আস্তে আস্তে কথা বলে। আমার জন্য চ্যালেঞ্জিং একটি চরিত্র। আমি চেয়েছিলাম এমন চরিত্র যাকে দেখলে দর্শক রেগে যাবে। বেল বাজার সঙ্গে সঙ্গে মতলবকে দেখছে দর্শক। একটি পর্বে মতলব মার খেল। রাস্তাঘাটে এ নিয়ে দর্শক আমাকে জিজ্ঞেস করছে। অর্থাৎ অভিনয়কে ব্যক্তিগতভাবে নিচ্ছে। দর্শকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। আমার চরিত্রের ব্যাপ্তি কম দেখলে বলে তারা মিস করছে।”

ব্যাচেলর পয়েন্টের জন্য অন্য কাজের সময় বের করতে পারছেন না রুমেল। তার মাঝেই শেষ করেছেন ওয়েব ফিল্ম ‘মায়া’র কাজ। খণ্ড নাটকের কাজও করছেন ফাঁকে ফাঁকে। রুমেলের ক্যারিয়ার শুরু হয় ২০০২-০৩ সালের দিকে। সে সময় কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। এখন কাজ করছেন এ প্রজন্মের নির্মাতাদের সঙ্গে।

কাজের কি পার্থক্য দেখছেন-প্রশ্ন করলে রুমেল বললেন, ‘শুটিং প্যাটার্ন একই রকম। ক্যামেরার মান উন্নত হয়েছে। আন্তরিকতা আগের মতোই আছে। কাজের মানের ক্ষেত্রে কম্প্রোমাইজ করছে না এ প্রজন্ম। সংলাপ যেভাবে চায় সেভাবেই দিতে হয়। তাদের কাছ থেকে শেখার আছে। আমি শিখছি।’

রুমেল অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে ‘হিট’, ‘শেফালীর প্রেমিকেরা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘ইডিয়টস’, ‘ভালোবাসার অলিগলি’ ইত্যাদি। তিনি বড় পর্দায়ও অভিনয় করেছেন। রুমেলকে দেখা গেছে ‘ছায়াছবি’ ও ‘টু বি কন্টিনিউড’ ছবিতে। 

নাটকের নাম ও সংলাপ নিয়ে প্রায়ই সমালোচনা হয়। এ বিষয়ে রুমেল বলেন, ‘কাজের আলোচনা ও সমালোচনা হতে পারে। পরিচালক দর্শককে উপহার দিচ্ছেন একটি কাজ। সেটি নেওয়া না নেওয়া দর্শকের কাজ। আমি নিজে কখনো ডাবল মিনিং হয় এমন কাজ করিনি। এমন নাটকও নির্মাণ করিনি।’ 

সবশেষে রুমেলের কাছে জানতে চাওয়া, অভিনয় নাকি পরিচালনা-কোনটি তার পছন্দ? তার ভাষ্য, ‘সৃষ্টির মজাই আলাদা। অভিনয়ে ক্রিয়েটিভিটি নেই। তাই নির্মাণেই আমার আনন্দ বেশি।’


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫