
চিত্রনায়িকা শাবনূর।
অস্ট্রেলিয়ায় থিতু হয়ে পড়া চিত্রনায়িকা শাবনূর দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতের ফ্লাইটে বাংলাদেশে আসেন তিনি। থাকবেন বেশ কিছুদিন।
জানা যায়, এবার দেশে এসেছেন নিজের জন্মদিন পালন করতে। আগামী ১৭ ডিসেম্বর এই নায়িকার জন্মদিন। সে পর্যন্ত দেশেই থাকবেন তিনি।
এছাড়া পরিবারের সাথে সময় কাটাবেন এবং বন্ধু বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাত করবেন।
এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা এখন পর্দার আড়ালে। অনেক দিন ধরেই চলচ্চিত্রে দেখা নেই তার। ২০১১ সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করে স্বামীর সঙ্গে সেখানেই থিতু হয়ে পড়েন। মাঝে মাঝে দেশে আসেন অল্প সময়ের জন্য।
সিডনিতে শাবনূরের ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরাও থাকেন। সেখানে স্থায়ীভাবে বসবাস করলেও মাঝে-মধ্যে দেশে আসেন তিনি।
এর আগে চলতি বছরের শুরুর দিকে দেশে এসেছিলেন। মাস দুয়েক থেকে গত ফেব্রুয়ারির শেষের দিকে অস্ট্রেলিয়া ফিরে যান তিনি।
উল্লেখ্য, শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ১০ বার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।
তার পুরস্কারজয়ী সিনেমাগুলো হলো বুক ভরা ভালোবাসা, বিয়ের ফুল, এ বাঁধন যাবে না ছিঁড়ে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, স্বামী স্ত্রীর যুদ্ধ, ফুলের মতো বউ, মোল্লা বাড়ির বউ, আমার প্রাণের স্বামী, ১ টাকার বউ, বলবো কথা বাসর ঘরে।