Logo
×

Follow Us

ঢালিউড

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো শাকিব খানের ‘বীর’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:০৬

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো শাকিব খানের ‘বীর’

চিত্রনায়ক শাকিব খান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শাকিব খানের সিনেমা ‘বীর’ বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো। 

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ও প্রযোজক মো. ইকবাল এ খবর জানান।

সোমবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান,শবনম বুবলি ও মিশা সওদাগর।


সিনেমাটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। এই প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন তিনি। এটি তার অর্ধশত তথা ৫০তম চলচ্চিত্র। 

জানা যায়, ‘‘বীর’ সিনেমার শুটিং গত জুলাইতে শুরু হয়েছিল। মাঝে কয়েক মাস বিরতির আবারো শুরু হলো কাজ। টানা কয়েক সপ্তাহ কাজ করে এর শুটিং শেষ করা হবে।

এসকে ফিল্মস সূত্রে জানা যায় সামনের ফেব্রুয়ারিতে ‘বীর’ মুক্তি পাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫