
ফাইল ছবি।
নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (৭০) আর নেই।
বৃহস্পতিবার রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোটভাই শফিকুর রহমান খান।
শফিকুর জানান, ভাইয়ের মরদেহ এখন হাসপাতালে আছে। শুক্রবার সকালে পুরান ঢাকার চকবাজারে শাহী মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।পরে বিকেল ৩টায় এফডিসিতে জানাজার পর বাদ মাগরিব দাফন করা হবে।
মাহফুজুর রহমান ২৫ নভেম্বর খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। এরপর শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণিসহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।