
অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। বিশেষ দিনে জানালেন, বিয়ে করতে যাচ্ছেন এই লাক্স তারকা। এরই মধ্যে হয়ে গেছে বাগদান। পাত্রের নাম সনি পোদ্দার।
বুধবার (১০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে হবু বরের সঙ্গে ছবি দিয়ে নিজেই জানালেন এ খবর।
সেখানে মিম দাবি করেন, হবু বরের সঙ্গে ছয় বছরের পরিচয় মিমের।
স্ট্যাটাসে লিখেছেন, ‘ছয় বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে। আজ খুবই বিশেষ দিন। আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য। নতুন এক অধ্যায়ের শুরু। অবশেষে আমরা আবদ্ধ।’
মিম জানান, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বর-কনের দুই পরিবারের সদস্যরা। তার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে। ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা তিনি।
সনির সঙ্গে পরিচয় ৬ বছর আগে। মিমের বান্ধবী অর্নির মাধ্যমে সনির সঙ্গে পরিচয়। তারপর বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। এরপর নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা-মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।