
দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত কাপুর। ছবি : ইনস্টাগ্রাম
ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছিল বলিউডে। কিন্তু ফের করোনাভাইরাসের চোখ রাঙানিতে বদলে গেছে পরিস্থিতি। তাই জন্মদিনে কথা রাখতে পারলেন না দীপিকা পাড়ুকোন। জমকালো অনুষ্ঠান আর হলো না।
তবে তার নতুন ছবি ‘গহরাইয়াঁ’র পোস্টার তিনি এইদিন উপহার দিলেন ভক্তদের। গতকাল ৫ জানুয়ারি ছিল দীপিকার ৩৬তম জন্মদিন। এদিনই ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করেন নায়িকা।
তিনি লিখেন, ‘যারা আমাদের এত ভালোবেসেছেন তাদের জন্য জন্মদিনে একটা ছোট্ট উপহার।’ স্বাভাবিকভাবেই চোখের নিমেষেই ভাইরাল হয়ে গেছে পোস্টটি।
শকুন বাত্রা পরিচালিত এই ছবিটি জানুয়ারির শেষ সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেইদিন খানিক পিছিয়ে করা হলো ১১ ফেব্রুয়ারি। সিনেমা হলে নয়, ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে অ্যামাজন প্রাইমে। ছবি ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশা জেগেছে।
গত মাসেই ছবিটির টিজার শেয়ার করেছিলেন দীপিকা। ছবিতে দীপিকা ছাড়াও দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর, সিদ্ধান্ত কাপুর ও অনন্যা পাণ্ডের মতো তারকাদের।
‘ককটেল’ ছবির পর ফের বিকিনি পরে নজর কাড়তে দেখা যাবে দীপিকাকে। টিজারেই চমকে দিয়েছে সিদ্ধান্ত ও দীপিকা জুটি। টিজার থেকে পরিষ্কার দীপিকা, সিদ্ধান্ত ও অনন্য়ার ত্রিকোণ প্রেমের গল্প। টিজারে দেখানো সিদ্ধান্ত ও দীপিকার ঠোঁটঠাসা চুমু নিয়ে বলিউডে শোরগোল ফেলেছে।
উল্লেখ্য, সম্প্রতি ‘৮৩’ ছবিতে কপিলরূপী রণবীরের স্ত্রীর ভূমিকায় নজর কেড়েছিলেন দীপিকা। ছবিতে তার উপস্থিতি স্বল্প সময়ের জন্য হলেও তা দর্শকের মন জয় করেছে।
এদিকে জানা গেছে, ছুটি কাটাতে মালদ্বীপে যাচ্ছেন দীপিকা। স্বামী রণবীরের সঙ্গে সেখানেই আপাতত ছুটি কাটাবেন তিনি।