Logo
×

Follow Us

ঢালিউড

পরীমনির বেবি বাম্পের ছবি প্রকাশ্যে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০২২, ১৮:৫৮

পরীমনির বেবি বাম্পের ছবি প্রকাশ্যে

চিত্রনায়িকা পরীমনি।

মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এরপর থেকেই সতর্ক জীবনযাপন করছেন এই নায়িকা। মাতৃত্বকালীন তিনি কোনো ঝুঁকি নিতে চান না। যে কারণে সব ধরনের শুটিং থেকে বিরত রয়েছেন তিনি।

ফুরফুরা মেজাজে ঈদ উদযাপন করতে ঈদের আগের দিন সকালে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। সঙ্গে আছেন পরীর প্রিয় মানুষ তার নানা শামসুল হক। 

সেখান থেকেই গতকাল বৃহস্পতিবার (৫ মে) রাতে বেবি বাম্পের একটি ছবি তার ফেসবুকে শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে সবুজ গাউন আর চোখে চশমা পরে মাতৃত্বকালীন পোজে দাঁড়িয়ে আছেন পরীমনি। পেটে হাত রেখে অনাগত সন্তানকে যেন আগলে রেখেছেন পরম মমতায়। মুখের স্নিগ্ধ হাসিই বলে দিচ্ছে মা হওয়ার খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন পরী।

মাতৃত্বের আভা ফুটে উঠেছে পরীর চেহারায়ও। আর সেই ছবি প্রকাশ হতেই নজর কাড়ে নেটিজেনদের। প্রিয় তারকাকে ‘মাশাল্লাহ’ও ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।

এর আগে সমুদ্রের তীরে রাজের সঙ্গে ঘনিষ্ঠরূপে ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা। দু’জনের চুম্বনের মুহূর্তটিও উঠে এসেছে স্থিরচিত্রে। সে ছবি মুহূর্তেই জয় করে নেয় ভক্তদের মন। 

এছাড়া ঈদের দিন তিনজনের (রাজ-পরী ও নানা শামসুল হক) কয়েকটি ছবি শেয়ার করে মনের অনুভূতি প্রকাশ করেছিলেন নায়িকা। ক্যাপশনে লিখেছিলেন, ‘রোজার ঈদটা বরাবরই আমি আমার পরিবারের সঙ্গে ঘরেই উদযাপন করেছি। করোনার বছরে প্রথমবার পরিবারের সবাইকে ছাড়া ঘরবন্দি একটা ঈদ কাটিয়েছিলাম। পরেরবারও পরিবারের সঙ্গে থাকতে পারিনি। এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছেন... আলহামদুলিল্লাহ।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫