
নায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত
বর্তমানে রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি। কিন্তু মনোনয়ন পাননি। তবে মনোনয়ন না পেলেও এ নিয়ে কোনো দুঃখ নেই মাহির।
মাহি জনান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন কেনার সুযোগ করে দিয়েছেন, তাতেই গর্বিত। ওই আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীর জন্য একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন ।
এদিকে এই চিত্রনায়িকা সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার, রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে কথা বলে থাকেন।
গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মাহি বলেন, ‘বিশ্বের সেরা অনুভূতি কি? নিরাপত্তা।’
তিনি আরও বলেন, ‘আপনার খারাপ মেজাজ সত্ত্বেও, তারা থাকে। এমনকি যখন আপনি একটি কঠিন দিন কাটাচ্ছেন, তারা থাকে। যখন আপনি বলার জন্য সঠিক শব্দ খুঁজে পান না, তারা বুঝতে পারে এবং আপনার পাশে থাকে। এটা জানার চেয়ে ভালো আর কিছুই নেই যে, যতোই রুক্ষ হোক না কেন, কেউ আপনার পাশে থাকবে।