Logo
×

Follow Us

বিনোদন

এবার বাপ্পীর নায়িকা দীঘি

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১৫:০৭

এবার বাপ্পীর নায়িকা দীঘি

এবার বাপ্পী চৌধুরীর বিপরীতে দেখা যাবে দিঘীকে।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) ‘তুমি আছো তুমি নেই’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী ও দিঘী। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবি নির্মিত হচ্ছে এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে। নতুন এই ছবিটির শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝিতে। 

জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি শুটিং শুরু হতে পারে। টানা শুটিংয়ের পরিকল্পনা আছে। এমনকি এক লটেই নাকি সিনেমার ক্যামেরা বন্ধ হবে। আর নতুন বছরে, অর্থাৎ ২০২১ সালের শুরুতেই ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তি দেয়া হবে। 

উল্লেখ্য, বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পী। ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু আলোচিত ছবি উপহার দিয়ে চলচ্চিত্রে নিজের অবস্থান পাকাপোক্ত করেন বাপ্পী। এরপর বেশ বেছে বেছে কাজ করছেন এ নায়ক। অন্যদিকে, শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এরই মধ্যে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫