Logo
×

Follow Us

বিনোদন

১৩ দিনে ডিপজলের হাতে সিলভার বাটন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২১, ২১:৩০

১৩ দিনে ডিপজলের হাতে সিলভার বাটন

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

ইউটিউব কনটেন্ট নির্মাণ করে দর্শকের ভালো সাড়া পাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ইউটিউবে অ্যাকাউন্ট খোলার মাত্র ১৩ দিনে ভিডিও শেয়ারিংয়ের এই মাধ্যমে লক্ষাধিক সাবস্ক্রাইবার পেয়েছেন। সম্প্রতি হাতে পেলেন সম্মানসূচক সিলভার প্লে বাটন।

ডিপজল বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার ভালোবাসার দর্শক ও ভক্তদের কাছে। ইউটিউবের এই স্বীকৃতি আমি তাদেরকে উৎসর্গ করলাম। আশা করছি আপনাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি দশ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে ফেলব।’

জানা যায়, ডিপজল নামে চ্যানেলটি খোলা হয় গত ১৭ ফেব্রুয়ারি। ওইদিনই প্রথম ভিডিও প্রকাশ করেন ডিপজল। এরপর শুটিং ও নানা মুহূর্ত ধারণ করে নিয়মিত ভিডিও প্রকাশ করতে থাকেন এই অভিনেতা।

ফেব্রুয়ারিতেই সিলভার প্লে বাটন অর্জন করলেও করোনার কারণে তা হাতে পেতে দেরি হয়েছে বলে জানান ডিপজলের চ্যানেলটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শুভ ঘোষ।

এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ডিপজল অভিনীত দশ বছর পুরনো সিনেমা ‘সৌভাগ্য’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী। এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ নির্মিত হয়েছে অমি বনি কথাচিত্রের ব্যানারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫