Logo
×

Follow Us

বিনোদন

ঢাকাই সিনেমার নায়িকাদের বিরুদ্ধে মামলা

Icon

মাহমুদ সালেহীন খান

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১৪:৫৬

ঢাকাই সিনেমার নায়িকাদের বিরুদ্ধে মামলা

পরীমণিকে মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয়েছে। ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এখন তিনি কারাগারে রয়েছেন। দেশের সীমানা ছাড়িয়ে বিষয়টি আলোচিত হচ্ছে বিদেশেও। 

ঢাকাই সিনেমার অনেক জনপ্রিয় নায়িকার বিরুদ্ধেও এর আগে নানা অভিযোগে মামলা হয়েছে। 

গত ৩১ জুলাই নায়িকা একাকে রাজধানীর রামপুরা থেকে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আটক করে পুলিশ। তার বাসাতেও মাদকদ্রব্য পাওয়া যায়।  তাকে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার করা হয়।  

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ পপি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। চুক্তিবদ্ধ হয়েও চলচ্চিত্রে অভিনয় না করার অভিযোগে পপির বিরুদ্ধে মামলা করেন প্রযোজক জসিম উদ্দিন। যদিও পরে মামলাটি প্রত্যাহার করে নেয়া হয়। এদিকে পপি নিজেও বাদি হয়ে নায়ক শাকিল খানের বিরুদ্ধে মামলা করেছিলেন।

২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে ৩টায় কক্সবাজারের কলাতলীর পার্শ্ববর্তী চেইন্ডা এলাকার ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাব থেকে নায়িকা সিলভিয়া আজমী চাঁদনীকে আটক করে র‌্যাব। 

চিত্রনায়িকা কেয়ার বিরুদ্ধেও মামলা রয়েছে। গুলশানের নিকেতনের একটি বাড়ি থেকে কেয়াকে গ্রেফতার করেছিল গুলশান থানা পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫