Logo
×

Follow Us

বিনোদন

আহত পরীমণির বিপদ কেটে গেছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৭:০০

আহত পরীমণির বিপদ কেটে গেছে

নায়িকা পরীমণি

মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন নায়িকা পরীমণি। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেই খবর রবিবার পরী নিজেই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানান। ফেসবুকে একটি ছবি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেন, ‘একটি দুর্ঘটনা’।

হাসপাতালে ভর্তির পর অন্তঃসত্ত্বা পরীমণিকে বেশ কিছু টেস্ট দেওয়া হয়। হুট করে অসুস্থ হয়ে পড়ায় অনেকে দুশ্চিন্তায় পড়েন পরীকে নিয়ে।

আজ সোমবার (২৮ মার্চ) পরীর শারীরিক অবস্থার খবর নিতে নির্মাতা চয়নিকা চৌধুরীর সাথে যোগাযোগ করা হয়। তিনি পরীমণির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

চয়নিকা চৌধুরী জানান, পরী এখন ভালো আছেন। বিপদ কেটে গেছে। তার গর্ভের সন্তানও সুস্থ আছে।

চয়নিকা বলেন, সকাল ৬টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। পরীমণি এখন আগের থেকে অনেক ভালো। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরবে। সবাই ওর জন্যে প্রার্থনা করবেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সাথে তার পরিচয়-প্রেম। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। এরপর গত ১০ জানুয়ারি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন রাজ-পরী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫